If I Must Die...

যদি মৃত্যু আমার হাত ধরে

Translated to Bengali by

যদি মৃত্যু আমার হাত ধরে,

তবু তুমি বেচেঁ থেকো

আমার গল্প শোনাতে

আমার ফেলে যাওয়া জিনিস বেচে

একটু থানের কাপড় আর একটু সুতো কিনো

(সাদা কাপড় বেছো, শেষে একটা লম্বা লেজসমেত)

যাতে গাজার কোনো এক শিশু

যে স্বর্গের চোখে চোখ রেখে খোঁজে

সেই বাবাকে, যে হারিয়ে গেছিল এক দগ্ধ ঝলকে

না নিজের মাংস, না নিজের আত্মা,

কাউকে বলে যায়নি,

সে যেন ওই ঘুড়িটা, তোমার বানানো আমার

ঘুড়িটা, দেখে উড়তে ওই আকাশে

দেখে যেন ক্ষণিকের কল্পনায় ভাবে,

ওইযে দেবদূত, ফিরিয়ে আনছে পৃথীবির

ভালোবাসা

যদি মৃত্যর হাত আমায় ধরতেই হয়,

তবে বোলো, সেই হাতে আশার উষ্ণতা ছিল,

রূপকথার শেষ বাক্যের মতন।


Select poem translation

A poem by Refaat Alareer.